Oplus_131072

ছবি সংগৃহিত

 

  1. জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Thu, Aug, 21, 2025, 4,40,am
  2. সিলেটের পাথরের বড় চালান, নায়গঞ্জ শীতালক্ষায়, ধরা পড়লো

    গোপনে ড্রোন ক্যামেরায়, এই ঘটনার উদঘাটন করলেন, এটিএন বাংলায় সাংবাদিক আলী আসগর ইমন।

এটিএন বাংলার সাংবাদিক আলী আসগর ইমন বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করেন। তিনি সাধারণত অনুসন্ধানী ও জনগুরুত্বপূর্ণ প্রতিবেদন করে থাকেন। তার কিছু উল্লেখযোগ্য প্রতিবেদনের মধ্যে রয়েছে, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবেদন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন, এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা।

আলী আসগর ইমন এটিএন বাংলায় “দৌড় সাংবাদিক” হিসেবে পরিচিত, কারণ তিনি দ্রুত ঘটনার গভীরে গিয়ে প্রতিবেদন তৈরি করেন। তার কাজের ধরন অনুসন্ধানী এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট হওয়ায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, এমনটাই বলছেন অনেকে.

সিলেট জেলা সাদা পাথর লুট হওয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রশাসনের টনক নড়ে, তিনি জানায়

আমাদের উপস্থিতি জেনে, আমাদের এখানে প্রবেশ করতে দেয় নাই, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেদন করেছি। নায়গঞ্জ, ডেমরায় শীতালক্ষায়, ধরা পড়লো গোপনে ড্রোন ক্যামেরায়, সিলেট থেকে পাথর লুট করে এখানে আনা হয়েছে, কয়েক কিলোমিটার রাখার হয়েছে পাথর আর পাথর, ২৫ টি মত পাথর ভাঙ্গা কারখানা,পাথর ভেঙ্গে ঢাকার বিভিন্ন জাগায় পাথর বিক্রি করছে। তাড়াতাড়ি পাথরগুলো অপসারণ করে ফেলবে তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গ্রেফতার করা জন্য।

সিলেটবাসী দাবি প্রশাসনের কাছে সিলেটের লুট হওয়া পাথরের বড় চালান ডেমরা ও নায়গঞ্জ শীতালক্ষায় রাখা আছে, এগুলো উদ্ধার করা জন্য অনুরোধ করছে।
সিলেটবাসীরা বলে, সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও বিজিবির, স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *