ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published Thu, Aug 28, 2025, 3,2 5, pm
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবী ও আন্দোলনের বিরুদ্ধে দাড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হোন কনটেন্ট ক্রিকেটার তৌহিদ আফ্রিদি।
- আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালে বিশেষ অভিযান চালিয়ে রোববার (২৪ আগস্ট) তাকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি জানিয়েছে, জুলাই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।
তৌহিদ আফ্রিদি অজানা অনেক ঘটনা, বেরিয়ে এলো থলের বিড়াল।
ছাত্রআন্দোলনে সময় তৌহিদ আফ্রিদি কনটেন্ট ক্রিয়েটরদের ফ্যাসিবাদের পক্ষে কাজ করা জন্য চাপ সৃষ্টি করেছে এবং ভয়ে দেখিয়েছে কনটেন্ট ক্রিকেটারদের। সে ডিবি হারুনর সাথে ভালো সম্পর্ক করে ক্ষমতা অপব্যবহার করেছেন। কোন কনটেন্ট ক্রিকেটার তার অন্যায় কাজ প্রকাশ করলে, তাদের নির্যাতন করতেন তিনি, তার নির্যাতনের শিকার হয়েছেন স্বপন আহমেদ ও সায়েম আর-ও অনেকে।
তৌহিদ আফ্রিদি নিজস্ব হ্যাকার দিয়ে বিএনপি ও জামাতের রাজনীতি কার্যক্রম অনলাইনের ডিলিট করে দিতেন। ফ্যাসিবাদে পক্ষে হয়ে মিডিয়া কাজ করতেন। একবার ডিবি হারুনের উলঙ্গ ভিডিও ভাইরাল হয় তখন তৌহিদ আফ্রিদি এটা অপসারণ করা জন্য সহযোগী করেন। তৌফিক আফ্রিদি ছিলেন অনলাইনের সন্ত্রাসী। কনটেন্ট ক্রিকেটার অনেক মেয়ে সাথে তার দৈহিক সম্পর্ক ছিল। বিবাহ লোভ দেখিয়ে মেলামেশা করতেন, পরে বিবাহ করতেন না। হারুন আংকেল ভয়ে মেয়েরা প্রতিবাদ করতেন না।
বাবা ছেলে ছিল চিটিংবাজ, তার বাবা ছিল মাই টিভির তথাকথিত চেয়ারম্যান, মাই টিভির চেয়ারম্যান ছিল একজন মহিলা তার সাথে চিটিং করে চেয়ারম্যান হন। তার বাবা নামের অনেক অভিযোগ আছে। যা বলে শেষ করা যাবে না।