ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published Thu,oct 9, 2025, 3,50, am
মুর্শিদাবাদের পূজামণ্ডপে অসুরের মুখে মুহাম্মদ ইউনূস!!সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও সমালোচনা।এই কাজটা শিষ্টাচারবহির্ভূত হয়েছে।দুর্গাপূজার শুভ-অশুভ লড়াই ও কূটনৈতিক সংকটকে উসকে দিচ্ছেন।
শুভ ও অশুভের প্রতীকী লড়াইয়ের মঞ্চ যে দুর্গাপূজা, বাংলাদেশের সম্মানী ব্যক্তির সে হল শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস সাহেব, একজন সরকারপ্রধানকে অসুর রূপে করা হয়েছে। শিষ্টাচারবহির্ভূত কাজ করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজামণ্ডপে তাই করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গাপূজামণ্ডপ ঘিরে সাম্প্রতিক বিতর্ক কেবল স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা বলছে, শুধু ড. ইউনূসকেই নয়, তাদের অন্য দুটি পূজামণ্ডপের একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, অন্যটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অসুররূপে নির্মাণ করা হয়েছে। পূজামণ্ডপে সরকারপ্রধানদের মুখাবয়ব ব্যবহার করে অসুরের প্রতিকৃতি নির্মাণ—একই সঙ্গে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিতর্কিত কাজ হয়েছে।
ডনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরিফের মুখাবয়ব ব্যবহার করে অসুর নির্মাণ এমন আলোচনার জন্ম দেয়নি, যতটা মুহাম্মদ ইউনূসকে নিয়ে হচ্ছে। কারণটা সহজ, ভারত তো আমাদের দূরের দেশ নয়, আর পশ্চিমবঙ্গের সঙ্গে তো রয়েছে নিবিড় নৈকট্য।
ড. ইউনূস এই বিষয় কোন মন্তব্য করে নাই, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা জানায়।