Oplus_131072

ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published Thu,oct 9, 2025, 12,58, pm

নয়নের গরুর মাংস ধামাকা” বলতে পুরান ঢাকার আরমানিটোলার নয়ন ভাই নামক একজন মাংস বিক্রেতাকে বোঝানো হচ্ছে, যিনি তুলনামূলকভাবে কম দামে ফ্রেশ গরুর মাংস বিক্রি করে আলোচনায় এসেছেন।
তিনি রমজান মাস বা অন্যান্য উপলক্ষে বিশেষ ছাড়ে মাংস বিক্রি করেন, যা ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে এবং দেশ রূপান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি স্থান পেয়েছে।
নয়ন হলো পুরান ঢাকার কৃতি সন্তান, পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি বাংলা স্কুলের সামনে মাংস বিক্রি করে জনপ্রিয় হয়েছে। পুরান ঢাকার বাসীর জন্য ধামাকা অফার নিয়ে এসেছে জনপ্রিয় অ্যালবিনো মহিষ ও গয়াল গরু মাংস সুলভ মূল্য ৭৭০ টাকা এবং গয়াল মাংস ৮০০ টাকা, আরও থাকছে ১হাজার টাকার মাংস কিনলে সাথে পাবেন একটি লাকী কুপন এ অফার চলবে ১/১০/২০২৫ থেকে ১৭/১০/২০২৫ পর্যন্ত, লটারি ড্র হবে ২০/১০/২০২৫ তাং অনুষ্ঠিত হবে। (বিঃদ্রঃ ১০/১০/২০২৫ শুক্রবার সকাল ৭ ঘটিকায় জবাই হবে)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *