ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published Thu. ,oct. 25, 2025, 4,55,am
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পর কলেজ ছাত্র ছাত্রীরা ও কওমি শিক্ষার্থীরা,
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গাজীপুরের ঘটনার আতাউর রহমান বিক্রমপুরি প্রতিবাদ করেছেন আরও অনেকে।
, ভুক্তভোগী ওই মাদ্রাসার ছাত্রীর নাম আশামনি, বয়স ১৩ বছর। গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা-বাবা গার্মেন্টসে চাকরির সুবাদে গাজীপুরের মৌচাকে ভাড়া বাসায় থাকেন। দুই মাস আগে ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে পাশবিক নির্ঘাতন করে জয় কুমার দাস ও তার সাঙ্গপাঙ্গরা। ধর্ষণের শিকার ওই মাদ্রাসা ছাত্রীর কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিছিলে অংশ নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সভাপতি রিদওয়ানুল হক বলেন, গত ৪ দিন আগে গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক তেরো বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তারই প্রতিবাদে ঢাকা কলেজের তাওহীদি জনতা ও শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল। বিগত সরকারের সময়ে যত অন্যায়, ধর্ষণ হয়েছে সেগুলো আমরা এড়িয়ে চলতে দেখেছি। ইন্টারিম সরকারের প্রতি দাবি জানাই এ ধর্ষকদের যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হয়।