নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Fri, oct,31, 2025,

দিন দিন অপরাধ বাড়ছে এর মূল কারণ ইয়াবা বিভিন্ন নেশার সেবন কারণে সন্তানরা বিপদগামী হচ্ছে, রাজধানীর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ ১৪ বছর বয়সী ছেলের হাতে খুন হয়েছেন বাবা। তার মা সন্তানকে বাঁচানোর জন্য ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সামান্য পারিবারিক কলহ থেকে ছেলের হাতে প্রাণ গেল বাবার। পরে ছেলেকে রক্ষা করতে ঘটনাটি ছিনতাই বলে চালানোর চেষ্টা করেন মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘড়ি নিয়ে ঝগড়া হয় বাবা ও ছেলের মধ্যে। একপর্যায়ে ছেলে বাবাকে ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে। পুরো ঘটনাটি ধরা পড়ে ভবনের সিসিটিভি ক্যামেরায়।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি রক্তে ভেজা শরীরে নিচে নামছেন, আরেকজন তাকে টেনে আনছেন। স্থানীয়রা চিৎকার শুনে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় গামছা বাঁধা ছিল, শরীরজুড়ে কোপের দাগ।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ছেলেটা ছাদ থেকে নামছিল হাতে ছুরি আর বটি নিয়ে। রক্তে পুরো শরীর ভেজা। ভয়ে কেউ কাছে যেতে পারেনি।”

গুরুতর আহত বাবাকে প্রথমে হাবিব ক্লিনিক ও গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলেও ভর্তি করা হয়নি। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাভার থানার উপ-পরিদর্শক সোহেল আল মামুন বলেন, “ছেলেটি প্রথমে দাবি করেছিল, ছিনতাইকারীরা তার বাবাকে হত্যা করেছে। কিন্তু ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অন্য চিত্র দেখা গেছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড। ছেলেকে বাঁচাতে মা মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করেছেন। মা ও ছেলেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *