Oplus_131072

 

জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Sat, Nov15, 2025, 1,7.pm

মডেল ও অভিনেত্রী নাহার কণা অনেক দিন ধরে মিডিয়া কাজে সাথে জড়িত, অনেক মিউজিক ভিডিও, নাটক,সিনেমা কাজ এবং ফটোশুট কাজ করেছেন।তিনি সালমান শাহ ভক্ত  ছিলেন, তার সবগুলো  সিনেমা দেখতেন।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মামলার নতুন মোড় নিয়েছে। সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। আদালতের নির্দেশে হত্যা মামলা করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। মডেল ও অভিনেত্রী নাহার কণা বলেন, আমরা এতদিন জেনেছি আত্মহত্যা কিন্তু আমরা  বিশ্বাস করি নাই আত্মহত্যা, এটা মেনে নিতে পারি নাই। আমরা এখন প্রতিবাদ করছি, আমি মনে করি সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে হত্যা করেছে। আমি সুষ্ঠু তদন্ত দাবী জানাই। সালমান শাহ আমার প্রিয় অভিনেতা , সালমান শাহ বাংলাদেশ সেরা  ছিলেন। তার মৃত্যু পর এরকম অভিনেতা জন্ম হয় নাই । আমি তার হত্যার বিচার চাই।

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *