নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Mon,Nov17.2025, 1, 30.pm
নিহত মামুন ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’। জানা গেছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন নিহত মামুন।
(ঘটনাটি ঘটিয়েছিল ১০ নভেম্বর, সোমবার সকাল ১০ টার দিকে) প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেন, ‘দুইজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইন্সটিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করে। বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।
রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন হত্যাকান্ডের পাঁচ দিন পর মামলা হয়েছে। শনিবার ডিএমপির সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা। তবে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
ডিএমপির সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম থেকে জানা যায় তারিক সাঈদ মামুন হত্যার ঘটনায় শনিবার তার স্ত্রী রীপা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
ডিবি পাঁচ আসামি গ্রেফতার করলেও মামলায় কেন অজ্ঞাত আসামি জানতে চাইলে ওসি বলেন, ‘আসামি ধরা পরেছে অস্ত্র মামলায়। হত্যা মামলার তদন্তকারী অফিসার কে কি করেছে তা বের করবে।’
এর আগে গত সোমবার মামুন হত্যার পর দ্রত সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয় পাঁচ জন। তারা হলেন, মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন। তাদের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের কাছে চার দিনের রিমান্ডে রয়েছে।
