নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Sun.,Nov30,2025, 12.., 35..pm
রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, প্রতিবেদন দাখিলের অপেক্ষা বস্তির বাসীর।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। প্রথমে সাতটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি,পরে ১৬টি ইউটিট কাজ করে, আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, “কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।”
কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) মামুনুর রশিদকে। সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
কমিটির অপর তিন সদস্য হলেন, ঢাকা জোন-২ এর উপ সহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার এবং ঢাকা- ২৩ এর ওয়্যার হাউজ পরিদর্শক সোহরাব হোসেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও দেড় হাজারের মত ঘর পুড়ে বহু মানুষ সর্বাস্বান্ত হয়।

