নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Thu.,Dec18, 2025, 2,55..am
ধীরে ধীরে বের হচ্ছে থলের বিড়াল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ।
যে ওসমান হাদি কে হত্যা উদ্দেশ্য গুলি করেছে, সে হল আওয়ামিলীগের দলিয়ো লোক,
পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে (রেকি) এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন। তাঁর নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।
ওসমান হাদি কে হত্যা উদ্দেশ্য ছিল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের ষড়যন্ত্র করা। বিএনপি উপর দোষ চাপানোর এবং দেশকে অস্থিতিশীল করা।

