নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Tue.,Dec, 30., 2025, ., 2,25..AM
দলের নির্যাতিত ত্যাগী নেতারা হল দলের নিবেদিত প্রাণ তাদের মূল্যায়ন না করলে, দল ধ্বংস হয়ে যায়। হাইব্রিড নেতাদের মূল্যলয় করলে দলের জন্য ক্ষতিকর।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় বিএনপি মনোনয়ন তালিকা প্রকাশে দেখা গেছে এক বিস্ময় ঘোষণা। রাজপথে যারা নির্যাতিত হয়েছেন, গ্রেফতার হয়েছে। তারা দলীয় মনোনয়ন দেওয়া হয় নাই।
সোমবার ( ৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষখন ২৩৭ আসনের প্রার্থীদের নাম৷ ঘোষণা করছিলেন তখন উপস্থিত নির্যাতিত ত্যাগী নেতারা হতাশ হয়েছিল, অনেকে কান্না করেছিলেন।
যারা রাজপথে নির্যাতিত হয়েছে এবং গ্রেফতার হয়েছে, বিএনপি রাজনীতির করা কারণে। তাদের বিরুদ্ধে তিন চারশত রাজনৈতিক মামলা। তারা যে কোন আন্দোলনের ছিলেন সামনে, কারাবরণ করেছেন অসংখ্যবার তবু হাল ছাড়ে নাই তারা।
দুঃখজনক হলে ও সত্য ত্যাগী নেতাদের নাম নেই প্রার্থীতার তালিকায়, দলের প্রধান তারেক জিয়া বলে ছিল, নির্যাতিত ত্যাগী কর্মীদের মনোনয়ন দেওয়া হবে, এখন আমরা হতাশ,আমাদের মূল্যায়ন করা হয় নাই।

