জহিরুল ইসলাম , প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Mon,Apr 28 , 2025, 3,58 AM
ঢাকার ৫ আসনের বিএনপি নেতা আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেন,যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহত এবং নিহত হওয়া প্রত্যিকটি পরিবার কে পূর্ণ বাসন করে দেও হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী সাথে সাক্ষাৎ করতে আসেন আহত কয়েকজন বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধারা।
তিনি সরণ করেন ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত খুনী হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীরা গুলির চালিয়ে ১৬৫০ জন শহিদ হয়েছেন। অনেক মানুষ কে বিচারবহির্ভূত ভাবে হত্যা করেছে।
২০০৯ সালে হাসিনা ক্ষমতায় আসার পর, সাড়ে ১৫ বছরের জোর করে ক্ষমতায় থাকার জন্য বিএনপি অনেক নেতাকর্মি কে গুম- খুন করেছে খুনী হাসিনা। বৈষম্য বিরোধী আন্দোলন: যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা এবং আহত করেছে, ছাত্র -জনতার বিএনপি অনেক নেতাকে। বৈষম্য বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা বলেন, দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে, আলহাজ্ব নবী উল্লাহ নবী নির্দেশে আন্দোলনের জন্য প্রস্তুত হই। নবী উল্লাহ নবী
তাদের পাশে থাকার আশ্বাস করেন, তোমাদের জন্য গণতন্ত্র পেয়েছি, ভোটার অধিকার পেয়েছি। গণহত্যার সঙ্গে জড়িতদের এই বাংলার মাটিতে বিচার করা হবে।
’