জহিরুল ইসলাম   প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published Sun,, 5 ,, 2025, 2, 20,am

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস নামেও পরিচিত) মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয়। বেশকিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসাবে পালন করা হয়। এদিনটি সরকারীভাবে ছুটির দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলন রত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়। তবে যুক্তরাষ্ট্র বা কানাডায় এইদিন পালিত হয় না। সম্ভত ৮০ টি দেশ এই দিবস টি পালন করেন।
নবীউল্লাহ  নবী নেতৃত্বে যাত্রাবাড়ী ডেমরা ও কদমতলী থেকে কর্মী নিয়ে বিশাল মিছিল নিয়ে যোগ দেন, মহান মে দিবসে সমাবেশে স্লোগানের – মিছিলে  মুখরিত সমাবেশস্থল, সমাবেশে  উপলক্ষে রাজধানীর  নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে শ্রমিক সমাবেশ করেছেন,  জাতীয়তাবাদী শ্রমিক দল।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, বলেও জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,
দিবসটি ঘিরে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে ১২ দফা দাবিসহ লিফলেট বিতরণ করেন, প্রচার-প্রচারণা, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে বলে, জানান রিজভী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা এবং  রফিকুল আলম মজনু ও নবী উল্লাহ নবী ও তানভীর আহমেদ রবিন এবং ইন্জিনিয়ার ইশরাক হোসেন। আরও অনেক নেতারা।
ঢাকা এবং এর আশপাশের শিল্পাঞ্চল থেকে বিপুলসংখ্যক শ্রমিক এই সমাবেশে অংশ নিয়ে ছিলেন, বলে জানিয়েছেন রিজভী।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *