জোবায়ের সাকিব,স্টাফ রিপোর্টার, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,Published mon, May19 , 2025, 1, 50 AM

 

 

আজ রোজ মঙ্গলবার ২০ শে মে ২০২৫ ইংরেজি বিকাল ৪ টায় পূর্বাচল ওয়েলকেয়ার গ্রীন সিটির প্রজেক্টে অবৈধ ভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে পূর্বাচল ওয়েলকেয়ার গ্রীন সিটির প্লট মলিকবৃন্দ। তারা বলেন-পূর্বাচল ওয়েলকেয়ার গ্রীন সিটি একটি বৈধ ও অনুমোদিত হাউজিং প্রকল্প যেখানে হাজার হাজার মানুষ জমি কিনে ঘর নির্মানের স্বপ্ন দেখছেন কিন্তু সম্প্রতি জলসিড়ি আবাসন প্রকল্পের একটি পক্ষ বে-আইনি ও সন্রাসী কায়দায় প্রকল্প এলাকায় প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপস্থিত মালিকবৃন্দ আরও অভিযোগ করেন- সন্রাসীরা অফিস ভাংচুর ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন এখনো অব্যাহত ভাবে প্রতিদিন হুমকি ধামকি সহ অবৈধ দখলের অপচেষ্টা চালাচ্ছে এ ধরনের দখল চেষ্টা দেশের আবাসন খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলবে আমরা এই অবৈধ দখলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো ওয়েলকেয়ার গ্রীন সিটির প্রায় ১৪০০ গ্রাহক রয়েছে আমরা মাননীয় সেনাপ্রধানের নিকট আকুল আবেদন করছি জলসিড়ি যেন এই বে-আইনি পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা না করে অন্যথায় আমরা প্রেসক্লাবে মানববন্ধনসহ আইনি ব্যাবস্থা গ্রহণ এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হবো চূড়ান্ত পদক্ষেপ হিসাবে আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরণ অনশন শুরু করবো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *