নিজস্ব প্রতিনিধি,বিডি-অনলাইন
ম্যাগাজিন ডটকম,Published. Tue,Jul, 22., 2025, 15,pm
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭১ জন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে নিচের তালিকায় স্থানান্তর করা হয়েছে:
আহতদের অবস্থান:
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৭০ জন
উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ১৭ জন
লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার: ১১ জন
কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: তিনজন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: একজন
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: একজন
মরদেহের অবস্থান:
সিএমএইচ: ১২ জন
জাতীয় বার্ন ইনস্টিটিউট: দুজন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: একজন
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: দুজন
লুবনা জেনারেল হাসপাতাল: দুজন
উত্তরা আধুনিক হাসপাতাল: একজন
আজ বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয় বলে বলে জানায় আইএসপিআর।