ছবি সংগৃহিত

নিজস্ব  প্রতিনিধি,বিডি-অনলাইন
ম্যাগাজিন ডটকম,Published. Tue,Jul, 29. 2025, 3,58,pm

  1. একটা কথা প্রচলিত আছে। সেটি  হল বেড়ায় ক্ষেত খায়। ছোট ছোট গাছপালা রক্ষা জন্য বেড়া দেওয়া হয়,গরু ছাগল অন্য কোন প্রাণী খেয়ে ফেলতে না পারে, এই বেড়া গাছপালা খেয়ে ফেলে!!

    জুলাই ছাত্র -গণআন্দোলন -এ যে সব দাবিকে সামনে নিয়ে এগিয়েছে তার পুরোভাগে ছিল -বৈষম্যবিরেধী এক নতুন দিনের আশা। এই আশায় সব ধ্বংস হয়ে গিয়াছে।

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ ৫ জন হাতেনাতে ধরা পড়েছেন।শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা।

অভিযুক্তরা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল বাড্ডা আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব সদস্য।

এ ঘটনার খবর সংবাদমাধ্যমে আসার পর সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার তিন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব।

শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই তিনজন সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম তাদের স্থায়ী বহিষ্কার অনুমোদন করেন।

বহিষ্কার হওয়া নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব নেতাকর্মীকে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি শ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক রিয়াদের বিষয়ে কিছু বলা হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *