ছবি সংগৃহিত

নিজস্ব  প্রতিবেদক  ,লাইফ ইস্টাইল
ম্যাগাজিন,Published. Sun,,Aug, 3, 2025, 3,44,am

বিআরটিএ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা কারণে গাজীপুরের

টঙ্গীর হোসেন মার্কেটের পাশে ম্যানহোলে পড়ে প্রাণ হারালো  জীবনযুদ্ধে নারীর ফারিয়া তাসনিম জ্যোতি।

ফারিয়া তাসনিম জ্যোতি( ২৮ বছর)  চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি হোসেন মার্কেট এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
রোববার রাত ৯টার দিকে ফারিয়া তাসনিম জ্যোতি নামের ওই নারী টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ম্যানহোলের একটি স্থানে স্লাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্লাবও বসায়নি। এমনকি সেখানে সতর্কতামূলক কোন সাইনবোর্ডও ছিল না। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী খোলা ম্যানহোলে পড়ে যান। একপর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন।
স্থানীয়দের অভিযোগ, বিআরটিএ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এই দুর্ঘটনার জন্য দায়ী। এমন ব্যস্ত এলাকায় ড্রেনের স্লাব না দিয়ে তা খোলা রেখে মানুষকে মৃত্যুর মুখে ফেলা দেওয়া হয়েছে।

নিহতের বড় শোভন বলেন, “ঘটনার দিন মোবাইল ফোন বন্ধ থাকায় বোনকে বিভিন্নভাবে খোঁজ করতে থাকি। একপর্যায়ে সোমবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে বোনের জুতা দেখে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই।”

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “ওই নারী যে ম্যানহোলে পড়েছিলেন তার পানি টঙ্গীর ওই শালিকচুড়া বিলটিতে গিয়ে নামতো। সকালে ওই বিলে উদ্ধার অভিযানে গিয়ে তার মরদেহটি পাওয়া যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *