নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম, Published Wed, Sep 3, 2025, 2,31 am
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
শিক্ষার্থী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামের একটি ভবনে এক ছাত্রী ভাড়া থাকেন। শনিবার রাত ১১টার পর ওই ছাত্রী ভবনে ঢুকতে চাইলে দারোয়ানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে শারীরিকভাবে আঘাত করে। স্থানীয় দোকানদার বলেন, সেই ছাত্রী প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য একটি দোকানে গিয়েছিলেন। বাসায় ফিরে দারোয়ান গেট খুলতে রাজি হচ্ছিলেন না। তখন ওই ছাত্রী চিৎকার করে দারোয়ানকে ডাকাডাকি করেন। ভেতরে থাকা তার সহপাঠীরাও নিচে নেমে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ছাত্রী ভেতরে ঢোকার জন্য দরজায় আঘাত করলে দারোয়ান এসে তাকে মারধর করেন।
ওই দোকানদার জানান, ঘটনার সময় পাশের একটি দোকানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বসা ছিলেন। তারা চিৎকার শুনে এগিয়ে যান। এক সময় দারোয়ানকে ধরতে ধাওয়া দেন তারা। তখন কয়েকজন সিএনজিচালিত অটোরিকশাচালক দারোয়ানকে রক্ষায় এগিয়ে গেলে সংঘর্ষ বাধে। দারোয়ান ও অটো রিকশাচালকরা স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে বিশ^বিদ্যালয়ের আরও শিক্ষার্থী ঘটনার স্থলে যান। একপর্যায়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষ রাত ৩টা পর্যন্ত চলে। গতকাল রবিবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।