ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published sat Sep 13, 2025, 12, 15, am
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী।
চ্যানেল-এস’র স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতরে লাইভ করছিলেন শিবলী। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
তরিকুল ইসলাম শিবলী কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুরের সন্তান। তার পিতা এ কে এম শাহিদুল্লাহ।
ব্যক্তিগত জীবনে বিবাহিত এ সংবাদকর্মী দুই কন্যার জনক। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।
তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।