Oplus_131072

ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published Mon,Sep 29, 2025, 1,30, pm

পুরান ঢাকার নাজিরাবাজার রোডের,আল- কারীম রেস্তোরাঁতে রাতের খাবার খেতে আসে অনেক পরিবার আরও অনেকে। ঘটতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা, প্রবেশ পথে অসাবধানতার ভাবে রাখা আছে সিলিন্ডার গ্যাসসহ, রেস্তোরাঁ অব্যবস্থাপনা দুর্ঘটনায় ঘটলে বাহির হবার কোন ব্যবস্থা নাই।

বাথরুম নাই, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা নাই। বেইলি রোডের রেস্তোরাঁ মত এই আল- কারীম রেস্তোরাঁ ট্র্যাজেডি ঘটনা ঘটতে পারে। বেইলি রোডে রেস্তোরাঁ ভয়ানক ওই রাতের কথা মনে পড়লে, এখনো গা শিউরে ওঠে। কিন্তু তারপরও থেমে নাই অগ্নিঝুঁকিত রেস্টুরেন্ট, পরিসংখ্যান বলছে, রাজধানীসহ সারা দেশে ৫৪ শতাংশ রেস্টুরেন্ট রয়েছে অগ্নিঝুঁকিতে।
শুধু পুরান ঢাকার ওয়ারী, নাজিরাবাজার, আরও অনেক জাগায়, পুরান ঢাকার বেশিরভাগ এলাকায় ঝুঁকিপূর্ণভাবে চলছে রেস্টুরেন্ট ব্যবসায়। এই রেস্তোরাঁ গুলো কি ভাবে ট্রেড লাইসেন্স ও অনুমতি পায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *