জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Tue.,Dec, 9, 2025, 12.., 58..Am
মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকার ৭ আসনে , বিএনপি নির্যাতিত নেতাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং প্রতিবাদ সমাবেশ করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায়, ঢাকার ৭ এলাকাবাসীর ও বিএনপি নির্যাতিত নেতারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ সমাবেশ করেন।
ইসহাক সরকার বলেন,” আপনারা অনেকেই ভাবছেন আমি মনোনয়ন না পেয়ে প্রতিবাদ করছি। বিষয়টি কিন্তু এরকম না। আমাদের কথা স্পষ্ট দেশনেত্রী মমতাময়ী মা যেখানে গুরুতর অসুস্থ, সেখানে এই সুযোগ কাজে লাগিয়ে কারা এরকম সিদ্ধান্ত নিলো।”
“দ্বিতীয় কথাটি হলো যারা এই এলাকায় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা হামলা জেল জুলুম গুম খুনের স্বীকার হয়েছেন, সেই সমস্ত নির্যাতিত পরিবারের মধ্য থেকে, যে কাউকে মনোনয়ন দিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো, কিন্তু সেখানে নির্বাচিত করা হলো এমন একজন কে যে এলাকারই না, যার হিস্ট্রিতে বিগত ফ্যাসীবাদের শাসনামলে একটি মামলা পর্যন্ত নেই জেল জুলুম তো অনেক পরের কথা। স্বাভাবিক ভাবেই গনতান্ত্রিক দল করি বলে দলের এরকম একটি সিদ্ধান্তের ব্যাপারে কি প্রতিবাদও করতে পারবো না। আর এই গনতান্ত্রিক অধিকার আদায়ের জন্যইতো ফ্যাসীবাদের বিরুদ্ধে লড়াই করছি জীবন যৌবন বিসর্জন দিয়েছি।”

