Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, বিডি—অনলাইন ম্যাগাজিন,Published. Thu.Jan 8, 2026., 1,33.pm

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে পশ্চিম বুইচাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । শীতের তীব্রতা মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানায়।

কম্বল পেয়ে শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের তহমান শেখ বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানো ব্যক্তিদের জন্য দোয়া করেন।

বুইচাকাঠী সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর নাজিরপুর উপজেলা প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক মনির, কোষাধ্যক্ষ মো. আল-আমিন হোসাইনসহ,বুইচাকাঠী ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. কাওসার হাওলাদার, আব্দুল আলিম মোল্লা, ওবায়দুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার ও জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণকালে সংগঠনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *