ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান দুই যন্ত্রশিল্পী। ঢাকামুখী একটি লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বহন করা মাইক্রোবাসটি। গাড়িটিতে চালকসহ মোট ৮ জন ছিলেন। তাদের মধ্যে একজন বেজ গিটারিস্ট রাহাত।

এক ভিডিও বার্তায় দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। গতকাল (১৩ মার্চ) ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এলিটা করিম।

১ মিনিটের ভিডিওতে রাহাত বলেন, ‘আমি সফরসঙ্গী ছিলাম, দুর্ঘটনাকবলিত গাড়ির। আমি সামনে ড্রাইভারের পাশের সিটে বসা ছিলাম। হানিফ ভাই, পার্থ দা আর গায়িকা বিউটি ছিল মাঝখানের সিটে। গিটারিস্ট পাপ্পু আর কিবোর্ডিস্ট নন্দন ছিল তাদের পেছনের সিটে।’

তিনি আরো বলেন, ‘আমরা চট্টগ্রামমুখী ছিলাম। উল্টো দিক থেকে একটি গাড়ি অ্যাকসিডেন্ট করে আইল্যাল্ডের ওপর দিয়ে উঠে আমাদের গাড়ির ওপর উঠে গেছিল। তারপর আমাদের গাড়িটা রোল করতে করতে কারেন্টের পিলারের সঙ্গে ধাক্কা খায়।’

গাড়ির ছাদের ভেতরের নিচের দিকে হানিফ, পার্থ, বিউটির মাথায় প্রচণ্ড চাপ পড়ে উল্লেখ করে গিটারিস্ট রাহাত আরো বলেন, ‘সিটে বসা অবস্থায় পার্থ দা মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চট্টগ্রাম মেডিকেল কলেজে যাওয়ার পর হানিফ ভাই মারা যান। বিউটি এখনও আশঙ্কামুক্ত নয়। আমাদের জন্য দোয়া করবেন।’

গতকাল নিজের ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন রাহাত। লিখেছেন, ‘আল্লাহ নতুন জীবন দান করলেন, কিন্তু মাথার উপর থেকে বটগাছের ছায়াটা তুলে নিলেন।’ তার স্ট্যাটাসের কমেন্টস বক্সে শোক জানিয়েছেন অনেকেই।
সূত্র বিনোদন সময়।
বিডি-অনলাইনম ম্যাগাজিনডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *