BD-ONLINEMAGAZINE :ঢাকা জহিরুল ইসলাম (বিনোদন)
সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’তে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা সুস্মি রহমানকে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে সাইমন ও সুস্মি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন। এটি পরিচালনা করছেন কমল সরকার।
সাইমন সাদিক বলেন, ‘এই সিনেমার আগেই মৌখিক ভাবে চূড়ান্ত হয়েছিল। আজ কাগজে-কলমে চুক্তিবদ্ধ হলাম। গল্পটা দারুণ, সেজন্যই আমি অভিনয় করেছি।
আশা করছি ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে।
সুস্মি বলেন, সাইমন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ হতে যাচ্ছে।
সিনেমাটির গল্প আমার অনেক পছন্দ হয়েছে। আজ চুক্তিবদ্ধ হলাম, সব মিলিয়ে ভালো একটি কাজ হতে যাচ্ছে।
কমল সরকার পরিচালিত ‘দায়মুক্তি’র সার্বিক দায়িত্বে আছেন বদিউল আলম খোকন। এটি মূলত বৃদ্ধাশ্রমের একটি গল্পকে উপজীব্য করে নির্মিত হচ্ছে।
‘দায়মুক্তি’ দুই বছর আগে ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছে। তবে নানা কারণে এতদিন সিনেমাটির শুটিং শুরু করতে পারেনি বলে জানান পরিচালক।