জহিরুল ইসলাম প্রতিবেদক
বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম
মারিয়া মাইশা নতুন ভাবে পথচলা শাপলা মিডিয়া’র সিনেমাতে সে বলে, পরানে পরান বাঁধিয়া” সিনেমা গল্পটা আমার খুব ভাল লেগেছে।
আমি আশার রাখি সিনেমাটি ভাল হবে। আমি মডেলিং থেকে অভিনেত্রী হয়েছি। আমি অনেক মডেলিং, বিজ্ঞাপন, নাটক অনেক মিডিয়া কাজ করেছি। সুনাম কুড়িয়েছে কাজের মাধ্যমে। কাজ করছেন নিজের মেধা ও মনন দিয়ে। এখন শুধু সময়ের অপেক্ষা। একজন দক্ষ অভিনেত্রী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। চলচ্চিত্রে অঙ্গনে পা রাখেন পরিচালক সাফি উদ্দিন সাফির ” সিক্রেট এজেন্ট’ সিনেমার মাধ্যমে। এবার কাজ করছেন শাপলা মিডিয়ার প্রযোজনায় ১০০ ছবির একটিতে।
“পরানে পরান বাঁধিয়া” শাপলা মিডিয়ার এ ছবির শুটিং করছেন মাইশা। ছবিটি পরিচালনা করেছেন আকাশ আচার্য্য।
এ প্রসঙ্গে অভিনেত্রী মারিয়া মাইশা বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ভাই এবং পরিচালক শাহীন সুমন ভাইকে। আমাকে এত সুন্দর গল্পের সিনেমায় সুযোগ করে দেয়ার জন্য। ছবিটি ত্রিভুজ প্রেমের গল্প। আমার চরিত্র আমি একজন হিন্দু মেয়ে ভূমিকায় অভিনয় করবো। এ ছবির পরিচালক আকাশ আচার্য্য ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি কাজটি খুব যত্ন করে করছেন। আশা করছি ভালো কিছু হবে।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নায়িকা বিপাশা কবিরকে। সে একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছে। আরো অভিনয় করেছেন-রাজন, রিপন খান, রেবেকা, অঞ্জলি, আশরাফ টুলু, জয় রাজ সহ আরো অনেকেই।