জহিরুল ইসলাম প্রতিবেদক ঃ বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম
নতুন একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রোজ মল্লিক । গানের শিরোনাম দামাল ছেলে । কথা ও সুরঃ শহিদ আল বেরুনী বিপুল, সঙ্গীতঃ এইচবি হাফিজ, মডেলিং রোজ মল্লিক, আহর আমজাদ হোসেন রুবেল। পরিচালকঃ শামীম নিদ্রা। গানটি রিলিজ হয়েছে, ( এইচবি হাফিজ মিউজিক) এই নামের একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। এ গানের জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন রোজ মল্লিক । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমার খুব ইচ্ছে ছিল নতুন বছরে দর্শকদের জন্য এই মিউজিক ভিডিও গানটি উপহার দিব, প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, আশা করছি সময় যত গড়াবে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে”। শিল্পী রোজিনা একজন সংস্কৃতি মনা মানুষ।
তিনি স্টেজ প্রোগ্রামের ভালো পারফরম্যান্স করে থাকেন। । সম্প্রতি আরও কিছু নতুন গানের কাজ করছেন বলে জানিয়েছেন রোজ মল্লিক। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে নাম হল ” রোজ ফেয়ার ” এই চ্যানেলে অনেক গুলো মিউজিক ভিডিও গান করেছেন কিছু গানের নাম উল্লেখ করা হল, এই যুগের মাইয়া, মাটির ময়না, আমার অন্তরে অন্তর ব্যাথা, দামাল ছেলে। আর অনেক গান।
Best Dating App 2022
January 15, 2022 at 2:09 pm
❤️ Dawn is interested in your profile! Click Here: https://clck.ru/ajCMb?h=66f755195427267448ec6765ea88b004- ❤️