জহিরুল ইসলাম প্রতিবেদক বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম (বিনোদন)

১৪ ই মার্চ ২০২২ গণস্বাস্থ্য হোমিও মিলনায়তন পুরানা পল্টন ঢাকায় জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের মাসে বিলুপ্ত প্রায় চলচ্চিত্র বাঁচাতে, চলচ্চিত্র জাগাতে শীর্ষক আলোচনা সভা এবং দেশব্যাপী গণ মতামত ভিত্তিক ভিডিও জরিপ কেমন চলচ্চিত্র চাই এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুমায়ুন কবির তালুকদার-ব্যবস্থাপনা পরিচালক, মেরিল্যান্ড হোমস লিমিটেড, অনুষ্ঠান উদ্বোধন করেন এফ আই মানিক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রধান আলোচক ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার- সভাপতি,বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগর, বিশেষ অতিথি ছটকু আহমেদ-বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, জুয়েল ফারসি-বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফরিদ খান প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, সঞ্চালনায় সাংবাদিক মনজুর আলম রাসেল-সভাপতি জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন, রুবি আহমেদ-সাধারণ সম্পাদক জাগো বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফেডারেশন, আরো মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ- সভাপতি, শিক্ষা ফেডারেশন , জামাল শিকদার-সভাপতি, শিশু-কিশোর ফেডারেশন মটোরাজ পলাশ- সভাপতি, যাত্রা ফেডারেশন, মোঃ আনিসুর রহমান-সভাপতি, স্বাস্থ্য ফেডারেশন প্রমুখ। রুবি আহমেদ-সাধারণ সম্পাদক বলেন, ” আমি মনে করি বাংলাদেশ সিনেমা ধ্বংস পথে চলে যাচ্ছে সিনেমা কে বাঁচতে সকলে সহযোগী দরকার। তাই ঐক্য দরকার। ঢাকার ও জেলার সিনেমা ” সিনেমার কমপ্লেক্সে হল “প্রয়োজন এবং অশ্লীল মুক্ত সিনেমা তৈরি করতে হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির গণতন্ত্র ফিরে আনতে হবে, আমাদের স্লোগান চলচ্চিত্র বাঁচতে হবে বিনোদন কে বাঁচাতে হবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *