লাইফস্টাইল ডেস্ক ঃএখন গরম কাল চলছে। এই সময়ের ভ্যাপসা গরমে অনেকেরই চুল ঘামে নষ্ট হয়ে যায়। নারী কিংবা পুরুষ সবারই চুলের যত্ন নিতে হয়। চুলের যত্ন নিয়ে আমাদের প্রশ্নের বা জানার আগ্রহের শেষ নেই। আর সম্ভবত এর যত্নেই সবচেয়ে বেশি টোটকা ব্যবহার করা হয়, যার কিছু কাজ করে কিছু করে না। চুলের যত্ন নিয়ে ভ্রান্ত তথ্যেরও শেষ নেই। চুলের যত্নে কিছু সাধারণ বিষয় জানা থাকা জরুরি।
চুল হলো নারীর সুন্দর্য্য তাই নারী চুলের যত্ন করে। তাই চুলের যত্ন কিভাবে করতে হয় কিছু পরামর্শ:
নিচের উপাদান গুলো ভাল করে এক সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। তারপর মিশ্রণটি ছেঁকে বোতলে রেখে দিন। সপ্তাহে তিন দিন এই তেল মাথায় দিবেন, তারপর এক ঘন্টা অপেক্ষা করবেন, এক ঘন্টা পর কন্ডিশনার যুক্ত শ্যাম্পু দিয়ে মাথার চুল পরিস্কার করে ধুয়ে ফেলবেন। দেখবেন আপনার চুল আগের চেয়ে উজ্জ্বল দেখাচ্ছে। চুল পরাও আনেক বন্ধ হবে।
নারিকেল তেল
২০০ গ্রাম নারিকেল তেল
২০টি জবা ফুল
২টি আমলকী
৪টি মেথি।
মডেল নাহার কনা
সংগৃহীত তথ্য অনলাইন থেকে।