জহিরুল ইসলাম প্রতিবেদক বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম (বিনোদন)
বাংলাদেশের এরকম কোন নায়ককে দেখায় যায়নেই, এরকম বিরল সিনেমায় প্রচার। সে অনেক গুলো সমাজ সচেতন নাটক করেছে ইউটিউবে চ্যানেলে। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা ‘ভাইয়ারে’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। নিজের প্রথম সিনেমা মুক্তি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্যান চালিয়ে প্রচারণায় নেমেছেন তিনি।
ডিজিটাল প্রচারণার যুগে এভাবে রাস্তায় ভ্যান চালিয়ে সিনেমার প্রচারণা চালিয়েছেন কারণ কি’?? এ প্রসঙ্গে রাসেল বলেন, ” আমি সাধারণ মানুষ সাধারণ জায়গাতেই আমার সুখ খুজি তাই আমার এই প্রচারণা, একটি সিনেমার প্রচারে ৫-১০ লাখ টাকা চলে যায়। কিন্তু ভাইয়ারে সিনেমার প্রযোজকের এত সামর্থ্য নেই। তাই ভেবেছি, দুই সপ্তাহ নিজে শ্রম দিলে হয়তো ভালো সাড়া পাবে এবং এই সিনেমাটি পারিবারিক সেন্টিমেন্টের ছবি একবার দেখার পর কয়েকবার দেখতে বাধ্য হবে। ”
তিনি বলেন, ‘একটি সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে প্রচারণার বিকল্প নেই। তবে এজন্য ভালো বাজেট দরকার। যেহেতু আমাদের সেটা নেই, তাই নিজেই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছি। এতে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে সিনেমাটির নাম।’
রাসেলকে ভ্যানচালক হিসেবে রাস্তায় দেখা মিললেও প্রচারণায় এই সিনেমার অন্যান্য শিল্পীদের উপস্থিতি নেই। এ প্রসঙ্গে রাসেল জানান, ‘এটা তাদের ব্যক্তিগত বিষয়। কাউকে জোর করে আনা যাবে না। এতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এই সিনেমার ওপর আমার ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করছে। আমি আমার মতো প্রচারণা চালিয়ে যাবো।’
তিনি যোগ করেন, ট্রেলার প্রকাশের পর বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, পারিবারিক গল্পের সিনেমাটি দর্শক হৃদয় ছুঁয়ে যাবে।
রাসেল ছাড়াও ‘ভাইয়ারে’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, সীমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), হেলেনা জাহাঙ্গীর, জারা প্রমুখ।৷