জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি-অনলাইনম ম্যাগাজিন ডটকম, Published 22 Dec,2023, 3.25 AM
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার মহানগরী সমিতির আয়োজন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্মানিত অতিথিবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে১৬ ডিসেম্বর, (শনিবার) ঢাকার সমিতির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা জনাব ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য,। “বিশেষ অতিথি ” জনাব হাজী মোঃ সেলিম, মাননীয় সংসদ সদস্য, ঢাকা ৭ আসন। জনাব মোঃ সাঈদ খোকন, মাননীয় সাবেক মেয়র, ঢাকার (দঃ) ঢাকা সিটি কর্পোরেশন। জনাব মোঃ হুমায়ুন কবির, ঢাকা মহানগর (দঃ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনাব সোলায়মান সেলিম, ঢাকার- ৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। জনাবা জিন্নাতুল বাকিয়া,জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য। জনাব রহমত উল্লাহ, ৩৫ নং ওয়ার্ড পঞ্চায়েতের সাধারণ সম্পাদক ও ঢাকার সমিতির যুগ্ম সম্পাদক। আর অনেকে। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ, সাবেক এম, পি। ঢাকার সমিতির প্রাঙ্গণে বিকাল ৪ টায়, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পুরাণ ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুটি বিভাগে ( ক ও খ) বিভক্ত শিশুরা ছবি এঁকেছে মনের আনন্দে। ক বিভাগ এর বিষয় ছিল উন্মুক্ত। খ বিভাগের শিশুরা এঁকেছে পতাকা, শাপলা ফুল, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস ইত্যাদি বিষয়ে।
প্রতিটি বিভাগে ৩টি করে পুরস্কার ছাড়াও বিশেষ পুরস্কার প্রদান করা হবে। অংশগ্রহণকারী সকল শিশুই পাবে সনদপত্র।