জহিরুল ইসলাম প্রতিবেদক, বিডি-অনলাইন ম্যাগাজিন ডটকম,
Published 19 may, 2024, 2,15 am

 

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের উৎসাহিত দিতে সেখানে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী, তবে সিনেমার প্রদর্শনীতে যাচ্ছেন। তার অভিনীত গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা এবার আমেরিকায় প্রদর্শিত হবে।

বিষয়টি নিঃসন্দেহ করেছেন এ সিনেমার পরিচালক মিশুক মনি। সিনেমাটি কিছুদিন আগে প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার হাজির হয়েছে আমেরিকায়। শুক্রবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

 

বৃহস্পতিবার ফেসবুকে এ সংক্রান্ত প্রেক্ষাগৃহের তালিকাসহ একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। তিনি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘দেয়ালের দেশ’।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমাদের সিনেমাটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে। এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে।’

উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার গল্পে দেখা গেছে বৈশাখ ও নহর নামের দুই তরুণ-তরুণীর ব্যতিক্রম রসায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *